মোংলার হাটে অনেক গরু, দামও বেশি

বাগেরহাটের মোংলার ঐতিহ্যবাহী চটেরহাটসহ পশুর হাটগুলোতে এবার দেশি গরুর আমদানি বেশি। হাটে ভারতের গরু আমদানি নেই। ফলে দেশি ছোট-বড় গরুর দাম ও চাহিদা দুটোই বেড়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চটেরহাট, মোল্লার হাট ও পৌর হাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটে অনেক গরু। দূর-দূরান্ত থেকে চাষি ও খামারিরা নসিমন, করিমনে করে হাটে গরু নিয়ে এসেছেন। 

মোংলা১

গরু ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন জানান, লবণাক্ত এ এলাকায় ঘাস ও খড় না থাকায় বিকল্প খাবার কিনে খাওয়াতে হচ্ছে গরুকে। খাবারের দাম বাড়ায় বাইরের খাবার খাওয়াতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারিদের।

গরু খামারি মাসুদ, বায়জিদ ও কামারুজ্জামান জসিম জানান, এ বছর দেশে গরুর দাম বেশি। সবচেয়ে বেশি চাহিদা দেশি ছোট গরুর। প্রতি মণ ৩১ থেকে ৩২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত বছরের চেয়ে মণে ৬-৭ হাজার টাকা বেশি।

হাটে গরু বিক্রেতা নজরুল ইসলাম বলেন, এবার গরু আমদানি বেশি হলেও দাম বেশি হওয়ায় বেচাকেনা তেমন জমে উঠেনি। তিনি এবার ৩০টি গরু হাটে উঠালেও এখন পর্যন্ত সাতটি বিক্রি করেছেন।