কয়লা পরিবহনের সময় চুরি করে ৬০ মেট্রিক টন বিক্রি, আটক ৩৭

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে খালাস হওয়া কয়লা পরিবহনকালে পথিমধ্যে বিক্রির ঘটনায় ৩৭ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৬৬০ মেট্রিক টন কয়লাসহ দুটি নৌযান (কার্গো) জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে কয়লা বোঝাই এ নৌযান জব্দ ও চোরাকারবারিদের আটক করা হয়।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদরদফতরের বিসিজি বেইসর লেফটেনেন্ট সাব্বির আহমেদ জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে এমভি আল রত্না নামক কার্গো জাহাজে করে ৬৬০মেট্টিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাওয়ার যাচ্ছিল। পথে খুলনার বটিয়াঘাটা নামক স্থানে অপর কার্গো জাহাজ এমভি তানজিলা-০২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজশে ৬০ টন কয়লা অবৈধভাবে বিক্রির সময় ওই দুই জাহাজের ৩৭ স্টাফ ও শ্রমিককে আটক করা হয়। 

তিনি জানান, রবিবার সকাল সোয়া ৯টায় তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। অভিযানকালে এমভি আল রত্না জাহাজের মাস্টার ও ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জব্দ করা জাহাজ ও আটকদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে অবৈধভাবে কয়লা বিক্রির এক লাখ টাকা ও মাদক গ্রহণের সরঞ্জামাদি পাওয়া যায়। তাদের মধ্যে অবৈধভাবে কয়লা ক্রয়/বিক্রয়ের সঙ্গে জড়িত তিন জনসহ আটকদের আসামি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া জব্দ করা জাহাজ, কয়লা ও আটক জাহাজের বাকি স্টাফ ও শ্রমিকসহ ৩৪ জনের মুচলেকা নিয়ে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।