খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত খুলনায় ৩১ জনের মৃত্যু হলো। ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৩৯৮ জনের।

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি হয়েছেন ৪১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ জন। মারা গেছেন ২ জন। মৃতরা হলেন বাগেরহাট সদরের শাহীন (৬৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার পদ্মবিল এলাকার কমলা (৩২)। বর্তমানে অবস্থানকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছেন ২৭১০ জন।

ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১৮১৬ জন। যা খুমেক হাসপাতালে এ যাবৎকালে সর্বোচ্চ।’

খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি ২৪ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। বর্তমানে অবস্থানকৃত রোগীর সংখ্যা ৮৪ জন। চলতি বছর এ পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৮৮ জন।’

উল্লেখ্য, খুমেক হাসপাতালে খুলনা অঞ্চলের ২০টি জেলার রোগীরা চিকিৎসা নেন। যা স্বতন্ত্রভাবে মনিটরিং হয়। আর খুলনার সদর হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলনার সিভিল সার্জন অফিস মনিটরিং করে।