বঙ্গোপসাগরে ডুবেছে ট্রলার, সাঁতরে দ্বীপে ওঠা ৩ জেলেকে উদ্ধার

সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া একটি ট্রলারের তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (৩০ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়। 

কোস্ট গার্ড সদরদফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) আওতাধীন কোস্টগার্ডের জাহাজ সিজিএস তৌফিক সমুদ্র উপকূলে সোমবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল দিচ্ছিল। এ সময় অভিযানকারীরা সোমবার সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়ীয়া দ্বীপ এলাকা থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি খুলনার কয়রায়। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পারেনি সংস্থাটি।

কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, গত ২৮অক্টোবর এ জেলেরা বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ট্ররলারটি একপর্যায়ে সমুদ্রে ডুবে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার পর ওই ট্রলারের জেলেরা সাঁতরিয়ে উত্তর মান্দারবাড়ীয়া দ্বীপে আশ্রয় নেন।

এরপর সোমবার সকালে ওই এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার জেলেদেরকে খাবার ও প্রাথামিক চিকিৎসা সেবা দিয়েছেন কোস্টগার্ডের সদস্যরা। জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার মুনিফ তকি।