তিন মার্কেটে ঢুকে ৮ দোকানে চুরি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো দৃশ্য

চুয়াডাঙ্গা শহরের আট দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টার মধ্যে শহরের তিনটি মার্কেটের আট দোকানে এ ঘটনা ঘটে। এসব দোকান থেকে নগদ সাড়ে পাঁচ লাখ ও দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। তারা মার্কেটগুলোর সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। এতে দেখা গেছে, চুরির দৃশ্য। চোরেরা মুখোশ পরে এসব দোকানে ঢুকেছিল।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সকালে শহরের ফাতেমা প্লাজার আরিফ কম্পিউটার, কম্পিউটার ক্লিনিক, সদর থানার সামনের অঙ্কুশ জুয়েলার্স, মুন্সি সুপার মার্কেটের মিম-বনি শাড়ি কালেকশন, ইরানি টেইলার্স ও পুরাতন গলির সুগন্ধা প্লাজার মারুফ গার্মেন্টেস, নন্দলাল গার্মেন্টস, হবি বোরকা হাউসে চুরির ঘটনা ঘটে। এসব দোকান থেকে নগদ সাড়ে পাঁচ লাখ ও দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং জিনিসপত্র চুরি হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, দিনের বেলায় শহরের প্রাণকেন্দ্রে একসঙ্গে তিনটি মার্কেটে ঢুকে আট দোকানে চুরির ঘটনা পরিকল্পিত। দোকানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগীরা। এ নিয়ে চিন্তিত অন্য ব্যবসায়ীরাও।

ঘটনাস্থল পরিদর্শন করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আনিসুজ্জামান বলেন, ‘মার্কেটগুলোর সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি আমরা। চোরদের শনাক্ত করার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হবে। তবে ওসব মার্কেটে কোনও নিরাপত্তাকর্মী নেই। নিরাপত্তাকর্মী থাকলে হয়তো একসঙ্গে এত দোকানে চুরি হতো না।’