ঝিনাইদহে ১০ হাজার পাঁচশ কেজি পলিথিন জব্দ

ঝিনাইদহে অভিযানে নিষিদ্ধঘোষিত ১০ হাজার পাঁচশ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সময় প্রতিষ্ঠান মালিক মাহফুজা খাতুনকে (২৪) অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের একটি অভিযানিক দল ও পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোড়াহাটি গ্রামস্থ এলাকার একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন নিষিদ্ধঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মোসা. মাহফুজা খাতুনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত ১০ হাজার ৫০০ কেজি পলিথিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আদায়কৃত জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়।