চুয়াডাঙ্গা-২ আসনে সুষ্ঠু ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থীর আশঙ্কা

চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে দর্শনা বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা উল্লেখ করেন ঢেঁকি প্রতীকের প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ। নৌকার প্রার্থী-সমর্থকদের ইঙ্গিত করে নানান অভিযোগ তুলে ধরেন তিনি।

প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ অভিযোগ করে বলেন, ‘কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে না যেতে এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এভাবে চলতে থাকলে ভোটের পরিবেশ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমি সন্দিহান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদকে সমর্থন জানায় জাতীয় পার্টির (রওশন এরশাদপন্থি) নেতৃবৃন্দ।