স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় হামলা-ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনের মাধ্যমে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান অভিযোগ করেন, তার পক্ষে ভোট করায় সর্মথকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ জমি দখল করছে নৌকার সর্মথকরা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের কোট রোডে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান তার লিখিত বক্তব্যে বলেন, ‘নৌকার প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জয়ী হওয়ার পর থেকে আমার সর্মথকদের ওপর নির্বাচনপরবর্তী সহিংসতা সৃষ্টি করছেন। নির্বাচনের দিন ভোট গ্রহণের ১৭ মিনিট পর ফলাফল ঘোষণা করানো হয় কয়েকটি কেন্দ্রে। এতে করে মনে হয়, ভোট গণনা যথাযথ হয়নি। আমার কাছে মনে হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী তার সাজানো ফলাফল ঘোষণা করান।’

‘সুষ্ঠু-সু্ন্দর, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের যে নির্বাচন হয় বা তার চেয়েও ভালো মানের নির্বাচন করতে আমরা চেষ্টা করেছি। কিন্তু যখন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভোট গ্রহণের ১৭ মিনিটের মধ্যে ফলাফল ঘোষণা করান তখন কতটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এটা আপনারা ভালো বলতে পারবেন। আমরা আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়ে নির্বাচন করিনি। কিন্তু নৌকার প্রার্থী ফ্রিডম পার্টির নেতা নিয়ে নির্বাচন করেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘সোমবার রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে আমাদের সমর্থকদের ওপর নৌকার লোকজন হামলা করেছে। বিভিন্ন গ্রামে আমার সর্মথকরা ফরহাদ হোসেনের সর্মথকদের ভয়ে বাড়িছাড়া। অনেকের বিল-জমি দখল ও বাড়িঘর-অফিসে হামলা চালিয়েছে নৌকার লোকজন। অন্য কাউকে না শুধু আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা হচ্ছে। এটা নিয়ন্ত্রণ না করা গেলে গৃহযুদ্ধ বেধে যাবে বলে আমি ধারণা করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী, আব্দুল মান্নান ছোট, দফতর সম্পাদক মকলেছুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ নেতাকর্মীরা। এ ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।