‘নারী নেতৃত্ব হারাম’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

‘নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেওয়া মোংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণসহ বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকশ হিন্দু, খ্রিষ্টান ও মুসলিম নারীরা। রবিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় তারা এই বিক্ষোভ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, ‘অযোগ্য চেয়ারম্যান ইকরাম ইজারাদার রাষ্ট্র ও সংবিধানবিরোধী বক্তব্য (নারী নেতৃত্ব হারাম) দিয়ে দেশের প্রধানমন্ত্রীসহ সকল নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। এ ছাড়া তিনি একজন নারী প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।’

তারা আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার ও সমাজকল্যাণ মন্ত্রীও নারী। সেখানে তিনি সেই দলের নির্বাচিত প্রতিনিধি হয়ে কীভাবে এমন বক্তব্য রাখেন।’ তার এ বক্তব্যের প্রতিবাদসহ তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। 

এ সময় আরও বক্তব্য রাখেন মোংলা পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইস্তুতি সরকার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুজাতা দাশ, সাধারণ সম্পাদক কবিতা রায় ও স্থানীয় সাবেক ইউপি মেম্বার মৃদুকা বাছাড়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপালে (বাগেরহাট-৩) আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভায় মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেন। তার এমন বক্তব্যে স্থানীয় নারী সমাজ ফুঁসে ওঠেন ও বিক্ষোভ প্রদর্শন করেন।