ভাষাশহীদদের প্রতি এমপি কাজী নাবিলের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি প্রথম প্রহরে এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

ভাষাশহীদদের প্রতি এমপি কাজী নাবিলের শ্রদ্ধা

এরপর যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা শহীদদের শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধারা, যশোর জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সদর উপজেলা যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন, যশোরের রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।