যশোর কারাগারে বন্দিদের থাকছে পোলাও-খাসির মাংস

ঈদের নামাজ, বিশেষ খাবার ও আনন্দ-বিনোদনের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবেন যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকালে কারাবন্দিরা খাবেন ফিরনি আর মুড়ি। দুপুরের আয়োজনে থাকছে রুই মাছ, আলুরদম আর সাদা ভাত। রাতের খাবারে থাকছে পোলাও, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি অথবা কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি।

বুধবার (১০ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শরিফুল আলম। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।’ 

কারা কর্তৃপক্ষ জানায়, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সংখ্যা এক হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৫০৯ এবং নারী ৮১ জন। এবার ঈদ উপলক্ষে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১০০ পুরুষকে লুঙ্গি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক নারীকে শাড়ি ও থ্রি-পিস এবং প্রসাধনী সামগ্রী দেওয়া হয়েছে।

জেল সুপার মো. শরিফুল আলম বলেন, ‘এবার বাইরে থেকে কোনও সংস্থা বন্দিদের জন্য ঈদের নতুন পোশাক দেয়নি। সাধারণত ঈদের আগেরদিন রাতে বন্দিরা কারাগারের ভেতরে লাল-নীল-সবুজ কাগজ দিয়ে ঈদের নামাজের জন্য জায়গা সাজান। এবারও সাজিয়েছেন। কারাগারে ঈদ জামাতে ইমামতি করার জন্য বাইরের থেকে ইমাম আসেন। এবারও আসবেন। সে ব্যবস্থা করা হয়েছে।’

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বন্দিদের মধ্যে কয়েদি পুরুষ ৫০৮ ও নারী ৪৮ জন। হাজতি পুরুষ ৮৪২ ও নারী ৩৩ জন। বিদেশি নাগরিক (ভারত) রয়েছেন পুরুষ ৩৭ এবং নারী দুজন। এছাড়া ফাঁসির আসামি রয়েছেন ১২২ জন পুরুষ এবং আট জন নারী। তবে কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় কোনও বন্দির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।