চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না

তীব্র গরমে পুড়ছে চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। তীব্র তাপ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা।

চুয়াডাঙ্গা৩

ধর্মীয় বয়ান শেষে দুই রাকাত ইসতিসকার নামাজ (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) শুরু হয়। এরপর আরবি খুতবার পর আল্লাহর কাছে হাত তুলে বৃষ্টি প্রার্থনা করেন। এ সময় কান্না করেন অনেকে।

সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা মাও. নূর উদ্দীন ও মোনাজাত করেন মাওলানা বশির আহমেদ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় সোমবার ৪০.৬, রবিবার ৪২.২ ও শনিবার ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।