কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা

কুষ্টিয়ায় টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। কোথাও মিলছে না স্বস্তি। সবখানে যেন হাঁসফাঁস অবস্থা। শুক্রবার (২৬ এপ্রিল) জেলার সব রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রার পারদ উঠেছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এটিই এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের ২০ এপ্রিল একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এযাবৎকালের এটিই এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তাপমাত্রা প্রতিদিন বাড়ছে। এমন আবহাওয়া চলতে থাকলে তাপমাত্রা আরও বাড়তে পারে। 

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই জেলায় ৪১.২ ডিগ্রি, বুধবার ৪০.৮ ডিগ্রি, মঙ্গলবার ৩৮.৭ ডিগ্রি, সোমবার, ৪০ ডিগ্রি, রবিবার ৪০.৮ ডিগ্রি ও শনিবার ৪১.২ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।