সাতক্ষীরায় আওয়ামী লীগের আলোচনা সভা ও শোক মিছিল

শোকাবহ আগস্টের প্রথম দিন শোক মিছিল করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর ১২টায় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শহরে শোক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জোৎন্সা আরা প্রমুখ। সভায় আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে কলারোয়া ও তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকের মাস শুরু উপলক্ষে পৃথক র‌্যালি বের করা হয়। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। এ মাসেই সংঘটিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল।