কেসিসিতে আগুনের ঘটনা তদন্তে দুটি কমিটি

খুলনা সিটি করপোরেশন (কেসিসি)-র পাঁচতলায় আগুন লাগার ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠিত হয়েছে। এর একটি গঠন করেছে কেসিসি ও অপরটি ফায়ার সার্ভিসের।

কেসিসি গঠিত পাঁচ সদস্যের কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সোমবার আগুন লাগার পর দুপুরে কেসিসির ১৭তম বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনায় কেসিসিতে আগুন

সভায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্যানেল মেয়র হাফিজুর রহমান হাফিজকে। কমিটির অন্য সদস্যরা হলেন কাউন্সিলর সামছুজ্জামান মিয়া স্বপন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুত) জাহিদ হোসেন শেখ। কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ সভাটি কেসিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, খুলনা ফায়ার সার্ভিস গঠিত ৩ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: লিয়াকত আলীকে।

লিয়াকত আলী বলেন, আগুন নিয়ন্ত্রণ করার পর কারণ অনুসন্ধান, ক্ষয়-ক্ষতি নিরূপণ ও উদ্ধারকৃত মালামাল সম্পর্কে প্রতিবেদন তৈরির জন্য ফায়ার সার্ভিস ৩ সদস্যের কমিটি গঠন করেছে। তারা দ্রুততার সঙ্গে একটি প্রতিবেদন জমা দেওয়ার উদ্যোগ নেবেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ বলেন, বিশেষ সভা থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতি সম্পর্কে জানা যাবে। তদন্ত চলাকালে ওই স্থানের ৪টি বিভাগের কার্যক্রম জরুরিভিত্তিতে অন্য কোন কক্ষে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশনের পাঁচতলায় সোমবার সকাল পৌনে নয়টার দিকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ওই এলাকা। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নগরভবনে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

/টিএন/