কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে হামিদ মন্ডল (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মনোয়ার গ্রুপের সঙ্গে নওয়াব গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। এ এসময় এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

দৌলতপুর থানা পুলিশের এসআই অপূর্ব কুমার ঘোষ বলেন, বুধবার বিকালে শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মনোয়ার গ্রুপের সঙ্গে নওয়াব গ্রুপের লোকজনের সংঘর্ষ বাধে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নাওয়াব গ্রুপের দুই জন নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।