খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে জয় পেলেন যারা

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে শফিকুল আলম মনা সভাপতি ও শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কাউন্সিল অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। ভোট গণনা শেষে রাত ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানের মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

কাউন্সিলে সভাপতি পদে শফিকুল আলম মনা ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম জহির ১৮৯ ভোট ও সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।

সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট ও কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ মিরাজ নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে ৬ প্রার্থীর মধ্যে মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী ৩৭০ ভোট, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু ২৬০ ভোট ও সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী অন্য তিন প্রার্থী মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু ১৭৬ ভোট, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু ১০৬ ভোট ও সাবেক যুবদল নেতা তারিকুল ইসলাম তারেক ৭৮ ভোট পান। ৪টি ভোট বাতিল হয়।

এদিকে নবনির্বাচিত বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিনকে অভিনন্দন জানিয়েছেন তরিকুল ইসলাম জহির। ফেসবুক পোস্টে তিনি বলেন, জয় পরাজয় বড় বিষয় না। গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য এই নির্বাচন। মহানগর বিএনপির সব ধরনের সহযোগিতায় আমরা একসঙ্গে পথ চলবো ইনশাল্লাহ। আর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের বিপক্ষে রায় যারা প্রদান করেছেন, তাদেরকেও একসঙ্গে নিয়ে পথ চলেন।

এর আগে খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৩ নভেম্বর। আর ২০২১ সালের ৯ ডিসেম্বর গঠিত হয়েছিল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।