বিয়েবহির্ভূত সম্পর্কের জের, খালুর দুই চোখ উপড়ে ফেললো যুবক

বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে যশোরে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেনকে (২৮) বৃহস্পতিবার রাতেই আটক করেছে পুলিশ। আহত শহিদুল ইসলাম সম্পর্কে সাদ্দাম হোসেনের খালু হন।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ট্রাকচালক সাদ্দাম হোসেনের খালু শহিদুল ইসলাম। সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে শহিদুল ইসলামের বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। মাসখানেক আগে সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেন।

এদিকে, স্ত্রীকে তালাকের পর খালুর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সাদ্দামকে জানান তার স্ত্রী।

সাদ্দাম হোসেন পুলিশকে জানিয়েছে, তার বড় স্ত্রী স্বীকার করেছে শহিদুল ইসলামের সঙ্গে সম্পর্কের কারণে তার সঙ্গে সংসার করা সম্ভব হয়নি। এই ঘটনায় তিনি ক্ষিপ্ত হন এবং শহিদুল ইসলামের দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন।

পুলিশ জানায়, এই ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি টিম গঠন করা হয় সাদ্দামকে আটকের জন্যে। রাত ১২টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে পুলিশের একটি টিমের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, দুই চোখ উৎপাটনের পর স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জরুরি বিভাগ কর্তব্যরত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, সন্ত্রাসীরা তার দুই চোখ উপড়ে ফেলেছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।