বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা

নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান ও যুবলীগের সম্পাদক খোকন কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

আঞ্জুমান আরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এর আগে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন তারা। তখন আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

একই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে আরেকটি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এই মামলায় জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন আঞ্জুমান আরা ও খোকন কুমার সাহা।