খুলনায় মন্দিরের তালা কেটে কৃষ্ণের মূর্তি চুরি

খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ঐতিহ্যবাহী আর্য্য হরিসভা মন্দির থেকে একটি মূর্তি চুরি হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে মন্দিরের দুটি তালা কেটে মূর্তিটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আর্য্য হরিসভা পরিচালনা কমিটির সদস্যসচিব বাপী রায় জানান, মন্দিরটির বাইরের অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনও নিরাপত্তা প্রহরী ছিলেন না। মঙ্গলবার রাত ৯টার দিকে মন্দিরের প্রাত্যহিক কার্যক্রম শেষে সেবায়েত ও ভক্তরা মন্দিরের গেটে তালা লাগিয়ে চলে যান। পরে গভীর রাতে মন্দিরের তালা কেটে পিতলের কৃষ্ণমূর্তি চুরি করে নিয়ে যায় দুই ব্যক্তি।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জামা-প্যান্ট পরা দুই ব্যক্তি মন্দিরের দিকে যায়। তাদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল আর হাতে ছিল তালা কাটার যন্ত্র। মন্দিরের ভেতরে ঢুকে মাত্র আড়াই মিনিটের মধ্যেই মূর্তিটি নিয়ে তাদের বাইরে বের হতে দেখা যায়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ বিষয়ে মামলা হয়নি। অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।’