কুষ্টিয়ায় পানের বরজে আগুন: ৭ কোটি টাকার ক্ষতি

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে আগুন লেগে প্রায় সাত হাজার পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর মাঠে গমের নাড়া পোড়ানোর সময় এ অগ্নিকাণ্ডে ঘটে। এতে অন্তত তিন শতাধিক পানচাষি নিঃস্ব হয়েছেন বলে জানা যায়।অগ্নিকাণ্ডে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

পানের বরজে অগ্নিকাণ্ড

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে জামালপুর মাঠে গমের নাড়া পোড়ানো থেকেই পান বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অনুকূল বাতাসে মুহূর্তের মধ্যে আগুন তিনটি ইউনিয়নের মাঝে পান বরজে ছড়িয়ে পড়ে। এ সময় গম খেতও পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পানচাষিদের একজন আক্কাস আলী বলেন, আমার ২০০ পিলি পানের বরজ পুরোটায় পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।

পানচাষি মেঘা প্রামানিক বলেন, আমার বরজ ভরা পান ছিল। সবেমাত্র বিক্রি করতে শুরু করেছি। এমন সময় আমার এ সর্বনাশ হলো।

ভেড়ামারা পানচাষি সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মাঝেমধ্যেই পান বরজে এমন ঘটনা ঘটে। চাষিরা নিঃস্ব হন। তিনি আরও  বলেন, পান চাষের উপর কোনও বীমা নেই। বীমার নিয়ম থাকলে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোজাহারুল ইসলাম জানান, বিশাল এলাকাজুড়ে পান বরজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি মাঠের সেচযন্ত্রগুলো কৃষকদের সহযোগিতা নিয়ে চালু করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

/বিটি/এইচকে/