বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড

খুলনায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুদকের খুলনা জেলার কর্মকর্তারা এ অভিযান চালান। এ সময় তাদের কাছে ঘুষ চাওয়ায় আব্বাস আলী নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বলেন, ‌‘দীর্ঘদিন ধরে খুলনা বিআরটিএ কার্যালয়ে দালালের দৌরাত্ম্য থাকার অভিযোগ শুনছি। বুধবার সকালে সেবাগ্রহীতা সেজে অফিসে গেলে কয়েকজন দালাল আমাদের কাছে ঘুষ চায়। আমরা দেখতে পাই আনসার সদস্যরাও দালালের সহযোগী হিসেবে কাজ করেন। আমাদের পরিচয় পেয়ে একজন প্রাচীর টপকে পালিয়ে যায়। এ সময় আব্বাস আলী নামে এক দালালকে আটক করা হয়। তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।’