নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধে সৈয়দ টোকন আলী (৬০) নামের এক বৃদ্ধকে তার চাচাতো ভাই-ভাতিজা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দুই ছেলে ও এক নারী আহত হন।
নিহত টোকন আলী উপজেলার করফা গ্রামের সৈয়দ নওয়াব আলীর ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাড়ির পাশের রাস্তায় চলাচল নিয়ে টোকন আলীর সঙ্গে তার চাচাতো ভাই-ভাতিজাদের বিরোধ দেখা দেয়। গতকাল বুধবার (৭ মে) সন্ধ্যার দিকে টোকন আলীকে তার চাচাতো ভাই সৈয়দ ফেরদাউস, ফেরদাউসের ছেলে সৈয়দ করিম, সৈয়দ রহিমসহ কয়েকজন ব্যক্তি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় টোকন আলীর ছেলে সৈয়দ রুবেল, রাজু এবং রুবেলের স্ত্রী মাসুমা বেগম এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টোকন আলীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনার পর থেকে সৈয়দ ফেরদাউস ও তার ছেলেরা পলাতক রয়েছেন। এজন্য তাদের বক্তব্য নেওয়া যায়নি।
ওসি আশিকুর রহমান বলেন, ‘ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’