যশোরের শার্শার নাভারনে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের চালক মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
রবিবার (১১ মে) দুপুর ৪টা দিকে এ ঘটনা ঘটে। নাভারন সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে, যেখানে কোনও গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন নাভারন রেল ক্রসিংয়ে এলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা মারলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে ব্যাপক ক্ষতি হয়।
ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় ওই স্থানের গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান ট্রেন-ট্রাক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি সচলের চেষ্টা চলছে। তবে আজ সঠিক সময়ে বেনাপোল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হতে পারে।
নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।