কুয়েট শিক্ষকের বিরুদ্ধে অনলাইন বুলিং, প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এ হাসেমের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ও অনলাইন বুলিংয়ের প্রতিবাদে কুয়েট প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বেলা ১২টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিএসই ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ড. হানিফ, ২০০২ ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার নাজিম, সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, সিইসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মেহেদী, সিএসই ২০১০ ব্যাচের ইঞ্জিনিয়ার কাশেমসহ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা,

এ ছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক তৈয়বুর রহমান, প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার বাদশা মোহাম্মদ হারুন, নির্বাহী প্রকৌশলী আবু হায়াত, সাবেক কর্মচারী সমিতির সভাপতি ইমদাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, কর্মকর্তা সমিতির সভাপতি রোকন উদ্দিন প্রমুখ।