সা‌বেক এম‌পি সেঁজু‌তি গ্রেফতার

সং‌র‌ক্ষিত নারী আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজু‌তি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দি‌কে সাতক্ষীরা শহ‌রের নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শা‌মিনুল হক। তিনি জানান, সেঁজুতিকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নম্বর মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌চ্ছে।