আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজ উদ্দিন মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি।

তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশের আলীর ছেলে এবং বাগডোব গ্রামের অধিবাসী।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুর থানা ও খেদাপাড়া ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জী।

সচিব জানান, চেয়ারম্যান হাফিজ উদ্দিন বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে যান। এরপর তিনি সচিবের কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টে স্বাক্ষর করে নিজের কক্ষে বসে মেম্বারদের সঙ্গে কথা বলছিলেন।

ওই সময় সেখানে যান খেদাপাড়া ফাঁড়ির টু আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন। এর পরপরই মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ পরিষদে যায়।

পুলিশ চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে পরিষদ থেকে রোহিতা বাজারে নিয়ে গ্রেফতার করে নিয়ে যায়।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’