ব্রিটিশ আমলে তৈরি চুন-সুরকির খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের একতলা ভবনের ছাদ ধসে পড়ে মঙ্গলবার ভোরে। গত কয়েকদিনের অতি বৃষ্টিতে ওই ভবনের ছাদ আরও দুর্বল হয়ে যায়। মঙ্গলবার (৮ জুলাই) মাঝ অংশ ভেঙে পড়ে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও বৃষ্টিতে জরুরি কয়েকশ বই পানিতে ভিজে নষ্ট হয়েছে।
খুলনা সদর রেজিস্ট্রি অফিসের রেকর্ডকিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্টার খসে পড়ছে। গত কয়েকদিনের অতি বৃষ্টিতে মঙ্গলবার ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। ফলে বৃষ্টিতে সেখানে রাখা প্রায় শ খানেক বই পানিতে ভিজে গেছে। বৃষ্টির পানি আটকানোর জন্য ছাদের ওপর পলিথিন দেওয়া হয়। একই সঙ্গে চার জন শ্রমিকের মাধ্যমে রেকর্ডরুম পরিষ্কার করা হয়। আর পানিতে যে ভলিউম বইগুলো ভিজে গেছে তা সংরক্ষণের চেষ্টা চলছে।
জানা গেছে, সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়টি খুলনার শতবর্ষ প্রাচীন একটি ভবন। ভবনটিতে রয়েছে খুলনা এবং বাগেরহাটের জমির মূল্যবান কাগজপত্র। সেখানে মানুষ জমি কেনা-বেচার দলিল নিবন্ধন সম্পন্ন করেন।
সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ছে। এর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়টির ছাদের প্লাস্টার সম্পূর্ণ খসে পড়ে। তখন কয়েকজন গুরুতর আহত হয়। পরবর্তীতে কর্মকর্তারা বাঁশ এবং নেটের ছাউনি দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। নিরাপত্তাহীন ভবন জেনেও সেখানকার কর্মকর্তারা জীবন এবং জীবিকার তাগিদে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত কয়েক বছর সংস্কারের অভাবে ভবনটির বিভিন্ন অংশের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। গত দুবছর আগে ওই ভবনের প্রশাসনিক কার্যালয়ের পুরো ছাদের প্লাস্টারটি খসে পড়ে কয়েকজন আহত হন।