X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৫, ১৯:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৯:৩৭

চট্টগ্রামে এবার বল নিয়ে খেলতে গিয়ে নালায় পড়ে তিন বছরের শিশু হুমায়রা আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে নগরীর হালিশহর থানার আনন্দপুর এলাকার একটি নালায় পড়ে তার মৃত্যু হয়েছে। পরে প্রায় এক ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, মৃত হুমায়রা আক্তার পরিবারের সঙ্গে আনন্দপুর মসজিদের পাশে একটি কলোনিতে বসবাস করতো। তার বাবা আব্দুর রহমান ক্যাবল সংযোগ প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন।

হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন দত্ত বলেন, ‘শিশু-কিশোরদের একটি দল বৃষ্টির মধ্যে নালার পাড়ে ফুটবল খেলছিল। খেলার মধ্যে বল ড্রেনে পড়ে যায়। বৃষ্টির কারণে ড্রেনে পানির চাপ ছিল। বল আনতে গিয়ে মেয়েটি ড্রেনের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান চালায়। মেয়েটি পাশের আরেকটি ড্রেনে গিয়ে আটকে যায়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নগরীতে বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত ছিল। তবে বেলা গড়াতেই একটানা মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানিয়েছেন, ‍বুধবার বিকাল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যাকে অতি ভারী বর্ষণ বলছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাতের মাত্রা কমে আরও অন্তত দুই দিন থাকবে।

এর আগে, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় বৃষ্টির মধ্যে নগরীর চকবাজারের কাপাসগোলায় হিজড়া খাল সংলগ্ন নালায় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে যায়। অটোরিকশায় মায়ের কোলে ছয় মাস বয়সী শিশুসহ তিন যাত্রী ছিলেন। বাকিরা উদ্ধার হলেও শিশুটি তলিয়ে যায়। প্রায় ১৪ ঘণ্টা পর সেহেরিশ নামে ছয় মাস বয়সী মেয়েটির লাশ মেলে ঘটনাস্থল থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে চাক্তাই খালে।

 

/এমএএ/
সম্পর্কিত
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো