বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না: কাজী নাবিল

কাজী নাবিল২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ হতো না। তার আজন্ম স্বপ্ন সোনার বাংলা গড়তে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে কার্যকর ভূমিকা রেখেছেন। তারই পরিশ্রমে আমরা আজ ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। এটি বিশ্ববাসীর কাছে এক বিস্ময়।
তিনি শনিবার রাতে যশোর জিলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধানঅতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অন্যের মধ্যে সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল, একরাম-উদ-দ্দৌলা, জাহিদ হাসান টুকুন, ডিএম শাহীদুজ্জামান, দীপঙ্কর দাস রতন প্রমুখ।

আলোচনা সভা শেষে এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

/টিএন/