খুলনা আ. লীগের ৪ নেতাকে বহিষ্কারের দাবি

জেলা আওয়ামী লীগের ৪ নেতার বহিষ্কার চেয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হওয়া আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক গাজী আব্দুল হাদী, তথ্য ও গবেষণা সম্পাদক এবিএম শফিকুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মণ্ডল ও শোভারাণী হালদারকে বহিষ্কার করার দাবি জানান তারা।

খুলনাসংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, এরা (গাজী আব্দুল হাদী, এবিএম শফিকুল ইসলাম, রবীন্দ্রনাথ মণ্ডল ও শোভারাণী হালদার) পরস্পর ঐক্যবদ্ধভাবে উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম লিটু, ডুমুরিয়া সদর ইউনিয়নে আব্দুস সালাম মাঝি, রংপুর ইউপিতে কাজল বিশ্বাস, গুটুদিয়া ইউপিতে কাজী নুরুল ইসলাম, মাগুরা ইউপিতে কার্তিক চন্দ্র মণ্ডলকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করার অপচেষ্টা চালিয়েছে। প্রচারণার সময় তারা নৌকা প্রতীকের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তি ও কুরুচিপূর্ণ কথা বলেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুদাঘরা ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন। উপস্থিত ছিলেন- আটলিয়া ইউপি চেয়ারম্যান স ম আব্দুল কাইয়ুম, মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, ভাণ্ডারপাড়া ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, রংপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ জোদ্দার ও ধামালিয়া ইউপি চেয়ারম্যান মো. রেজোয়ান মোল্লা।

/এমও/

/আপ: এইচকে/