১৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধপথে ভারতে গিয়ে আটক হওয়া ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল দিয়ে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় তাদের।
ফেরত আসারা হচ্ছেন বেলাল হাওলাদার (১৮), প্রতাপ (১৮) পান্নু মিস্ত্রী (২৩), কৃষ্ণপদ মণ্ডল (৪০), কনি হোসেন (৫৮), সাবিনা (১৯), সন্তোস কুমার অধিকারী (৬০), বিপ্লব কুমার অধিকারী (২৩), কাজী আব্দুল গফফার (৩০), রেজাউল (৩৮), সাইরা বেগম (৫৫), রহিমা বেগম (৪০), সুজন (১৮), মেহেদী হাসান (১৮), সিপন (১৪) ও শফিকুল (২৪)।
ফেরত আসা সায়রা বেগম জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে গত মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্ত পথে ভারতে প্রবেশ করেন তারা। এরপর ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ রেলস্টেশন এলাকায় ট্রেনের জন্য অপেক্ষা করার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের চালান না দিয়ে বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের বিজিবি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শিশির কুমার ১৬ বাংলাদেশিকে বিজিবি’র কাছে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে তাদের সোপর্দ করা হয়েছে। পরে থানা পুলিশ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ  করেছে।
/টিএন/