ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের নাম মজিবর রহমান(৬৮)। তিনি ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি বিএনপির সমর্থক ছিলেন।
আরও পড়ুন:
এ ঘটনায় নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে দুইজনকে আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উৎঘাটন করে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
/এইচকে/