আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হুইপ ও আ. লীগ প্রার্থীকে শোকজ

শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালকে শোকজ করা হয়েছে।

শেরপুরের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম শোকজ নোটিশ  দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি এ শোকজ নোটিশ দিয়েছেন।

নোটিশে কেন তাদের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনের আচরন বিধিমালা অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যে জানতে চাওয়া হয়েছে।

শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল জানান, সোমবার সন্ধ্যায় ওই শোকজ নোটিশ হুইপ আতিউর রহমান আতিক এবং আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালের কাছে পৌছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৭ নভেম্বর রবিবার দুপুরে দলের মনোনয়ন পাওয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল ঢাকা থেকে শেরপুর আসার পথে দলের নেতাকর্মীরা কমপক্ষে ৫ শতাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহন নিয়ে শো-ডাউন করে তাকে নিয়ে জেলা শহরে প্রবেশ করেন। একই সময়ে জেলার পৃথক স্থানে তিনটি সমাবেশ করেন।

শো-ডাউনের সময় শেরপুর আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক তার পতাকাবাহী গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন নিয়ে শো-ডাউন করার সময় শেরপুর ঢাকা মহাসড়কের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এসময় শো-ডাউনকারী এক মোটরসাইকেল আরোহী আহত হন।

/এমডিপি/