পুলিশি হামলায় শিক্ষক নিহতের ঘটনায় দু’দিনের কর্মসূচি ঘোষণা

ময়মনসিংহকলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিপেটায় ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহতের ঘটনার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ময়মনসিংহ সম্মিলিত শিক্ষক সমাজের নেতারা।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ ডিসেম্বর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কালো ব্যাচ ধারণ এবং ৩ ডিসেম্বর শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি।

শিক্ষক নেতারা এক যৌথ বিবৃতিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ রিজাউল কিবরিয়া, অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার, অধ্যাপক মানিক লাল সাহা প্রমুখ।

আরও পড়ুন:
গ্রেফতার আতঙ্কে গোপনে চিকিৎসা নিচ্ছেন শিক্ষকরা

/বিটি/