ময়মনসিংহে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

ময়মনসিংহে বিজয় দিবস উদযাপনের সূচনা

ময়মনসিংহে বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা ঘটে। পাটগুদাম ব্রিজমোড় সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক অ্যডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌরমেয়র ইকরামুল হক টিটু। এরপর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

এসময় পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।  এদিকে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এইচকে/