জামালপুরের সেই ঘটনায় মামলা, দোষীদের শাস্তি দাবি

জামালপুরে শিক্ষার্থীদের কাঁধের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন জমিদাতা

 

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স, প্রধান শিক্ষক মো. আসলতজ্জামান, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান ও অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে। মেলান্দহ থানার ওসি মো. মাজহারুল করিম জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে জেলা শিশু সুরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন করা হয়েছে। এখানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২৯ জানুয়ারি মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু করে। সেই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হুসেন প্রিন্স। এ সময় সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার পাশাপাশি তাকে হেঁটে যেতে সাহায্য করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান।

বিদ্যালয়ের স্কাউট সদস্যদের নির্মিত মানবসেতুর উপর দিয়ে দিলদার হুসেন হেঁটে যাওয়ার ঘটনায় স্থানীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর দেশব্যাপী তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

 /এসটি/