নেত্রকোনায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনানেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের কর্মী সমাবেশে পুলিশ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে ১২ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দুয়া উপজেলার আলীপুর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।  

নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সংঘর্ষে পুলিশের ৭ থেকে ৮ জন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

আহত পুলিশ সদস্যরা হলেন, কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছামেদুল হক, সঞ্চয় সরকার, আল-আমিন, আবুল বাশার, আব্দুল কাদির, এসএসআই হেলাল এবং কন্সেটেবল সুমন, মামুনূর রহমান, আবুল খায়ের, সোহেল, জাকির হোসেন ও আব্দুল কদ্দুছ আহত হয়।

আহত ছাত্রদলের কর্মীরা হলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান আরিফ, ছাত্রদল কর্মী ইয়াসির আরাফাত ও রনি। অন্যান্য আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও ছাত্রদলের একাধিক সূত্রে জানা যায়, আজ সকালে কেন্দুয়া উপজেলার আলীপুর স্কুল মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কর্মী সমাবেশের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দুপুরের দিকে পুলিশ সমাবেশ স্থলে গিয়ে সমাবেশে বাধা দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, ‘আমাদের কর্মী সমাবেশ শেষ হওয়ার পর পুলিশ আমাদের ওপর অতর্কিতভাবে লাঠি চার্জ শুরু করে। এ সময় উভয়ের পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’   

সংঘর্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছেন অনিক মাহবুব চৌধুরী।

/এমডিপি/