নেত্রকোনায় পুলিশের ওপর হামলা, কেন্দ্রীয় নেতাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনানেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের কর্মী সমাবেশে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষে ১৩ পুলিশ আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির সদস্য রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণন দাস এ মামলাটি করেন।
এ ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ,যুবদল,বিএনপি ও জামায়াতের ৫২ নেতাকর্মীকে বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বারহাট্টা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি নাজমুল হক, নেত্রকোনা পৌর জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী কাজী কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা শরিফুল ইসলাম সবুজসহ অন্যরা।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দুয়ায় অনুমতি ছাড়া সমাবেশ করার সময় ছাত্রদল কর্মীদের পুলিশ নিষেধ করলে ছাত্রদল কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় সংঘর্ষে ১৩ পুলিশ আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের করায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের কেন্দুয়া উপজেলার আলীপুর স্কুলে ছাত্রদলের কর্মী সমাবেশে পুলিশের বাধা দান ও লাঠি চার্জের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান আরিফসহ ২০ জন আহত হয়।
/এআর/