হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় এক মাছ ব্যবসায়ীকে হত্যার দায়ে সুরজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ অক্টোবর বিকেলে কলমাকান্দার পশ্চিম বাজারের মাছ ব্যবসায়ী সুনীল দাসের ছেলে ভজন দাস (২৪) পাশের গোজার বিলে গিয়ে আর ফিরে আসেনি। এরপর ভজন দাসের বাবা কলমাকান্দা থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন ( জিডি নং ১০৬৭ তারিখ ২৪/১০/১৫)। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকালে স্থানীয়রা গোজার বিলে বস্তা বন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ভজনের শ্যালক দিগপাল দাস পুজা উপলক্ষে কিনে দেওয়া জামা দেখে লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধারের ২ ঘণ্টা পর অন্য স্থান থেকে ভজনের খন্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত করা হয়। পরে একই এলাকার রাজু মিয়ার ছেলে সুরজ্জামানের বিরুদ্ধে  মামলা করা হয়। ২০১৬ সালের ২০ মে এ মামলার চার্জসিট দাখিল করে সংশ্লিষ্ট থানা পুলিশ। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সুরজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি জিএম খান পাঠান বিমল এবং আসামি পক্ষে ছিলেন পিযুষ সরকার।

/জেবি/
আরও পড়তে পারেন: কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার