কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহে ব্যাপক ক্ষতি

mymensingh-rain-2কালবৈশাখী ঝড়ে মযমনসিংহে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৫ মে) রাতে একটানা বৃষ্টির সঙ্গে ঝড়ে ময়মনসিংহে গাছাপালা, কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ে রাত থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সীমানা প্রাচীরের দেয়াল খালে পরে গেছে। এরফলে অরক্ষিত হয়ে পরেছে ক্যাডেট কলেজের ক্যাম্পাস। এদিকে ঝড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শতাধিক গাছ পরে গেছে। বাকৃবিতে গাছ পরে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় যাওয়ায় যান চলাচল করতে পারছে না। বৃষ্টিতে শহরের বিভিন্ন বাসাবাড়ি ও হাট বাজারে পানি ঢুকে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।
mymensingh-rain-3বাকৃবি এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন জানান, ঝড়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে গাছ এলামেলোভাবে পরে আছে। রাস্তা থেকে গাছ না সরানোয় যান চলাচল করতে পারছে না।

এদিকে ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় জেলা সদরসহ বিবিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, গাছ পড়ে যাওয়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিদ্যুৎ সচল করতে কর্মীরা রাত থেকেই কাজ করছে বলে জানান তিনি।

/এআর/