ঈশ্বরগঞ্জের ইমামের ওপর হামলাকারী আরও ১ জন গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জহিরুল ইসলাম। রবিবার (২১ মে) রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ সিলেটের কদমতলীর এক বাসা থেকে তাকে গ্রেফতার করে।

জহিরুল ঈশ্বরগঞ্জ উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে হামলার মূল হোতা আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহর সহপাঠী। মামলার অপর আসামি ইলিয়াসকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের কদমতলী এলাকার জহিরুলের খালারবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলাকারীরা মাদ্রাসার ছাত্র। এরা সক্রিয় কোনও জঙ্গি সংগঠণের সদস্য না।

তিনি আরও জানান, এরা জঙ্গি সংগঠণের সক্রিয় সদস্য না হলেও জঙ্গি মতবাদ কিংবা আদর্শে অনুপ্রাণিত হয়ে হত্যার উদ্দেশ্যেই ইমামের ওপর হামলা চালিয়েছে। সেই অর্থে এদেরকেও জঙ্গি বলা যায় ।

আজ সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বিভাগের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উল্লেখ্য, গেল ৮ মে, সোমবার রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরগঞ্জের সরিষা এলাকার কানপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান এশার নামাজ শেষে বের হলে আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহ, জহিরুল ইসলাম ও ইলিয়াস উদ্দিন তাকে কুপিয়ে আহত করে। হামলার সময় স্থানীয় জনতা আব্দুল আহাদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়।

/এআর/