ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ সদরের চরাঞ্চল সিরতা গ্রামে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হয়েছেন ১৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সংঘর্ষে আহতরাপ্রত্যক্ষদর্শী আবুল হাসান জানান, সিরতা গ্রামে রাস্তার জমি নিয়ে হাফিজ উদ্দিন ও প্রতিবেশি হেলাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষ লাঠিসোটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ঘটনাস্থলেই সাথী (৩৫) নামে গৃহবধূ নিহত হয়। গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪০) নামে অপরজন মারা যায়।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- শফিকুল ইসলাম (২৭), আসাদ মিয়া (২৬) দেলোয়ার হোসেন (২৮), দেলোয়ার আলী (২৪), পারভীন আক্তার (৪৫), মিজারুল হোসেন (৩৫), হেলাল উদ্দিন (৫০), মাজহারুল মিয়া (২৫), শাকিব (১৭) ও হারুন আলী (৪৫)।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে।

/এমও/