ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ ইউনিটে আগুন

mymensingh medical icu-4ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্টের সব যন্ত্রাংশ পুড়ে গেছে। আইসিইউ ইউনিটে থাকা ছয়জন রোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

mymensingh medical icu-2হাসপাতালের সহকারী পরিচালক ডা.লক্ষী নারায়ণ মজুমদার জানান, সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটে আগুন লেগে ধোঁয়া বাইরে বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছুটাছুটি করতে থাকতে। প্রচণ্ড ধোঁয়ার কারণে এ সময় আইসিইউ-এর ভেতরে আটকা পরেন চিকিৎসক, কর্মচারী ও রোগীরা। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে শুরু করে এবং দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয়জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।

আইসিইউ ইউনিটের রোগীরা তিনি আরও  জানান, আগুনে পুড়ে গেছে আইসিইউ এর লাইফ সাপোর্টের সকল যন্ত্রাংশ।

আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনম ফজলুল হক পাঠান জানান, লাইফ সাপোর্ট যন্ত্র পুড়ে যাওয়ায় ছয়জন রোগীর মধ্যে হেলাল উদ্দিন নামে একজনের অবস্থা খুবই খারাপ।

আইসিইউ ইউনিটের রোগীরাময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত এ বিষয়ে জানাতে পারেনি তিনি।

/বিএল/