বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ অব্যাহত থাকবে: ত্রাণমন্ত্রী

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী নিয়ে কেউ টালবাহানা বা দুর্নীতির আশ্রয় নিলে তাকে ক্ষমা করা হবে না। দেশের একটি মানুষও না খেয়ে এবং গৃহহীন থাকবে না।’ 

শুক্রবার (১৪ জুলাই) বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে।’

এ সময় ত্রাণমন্ত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

পরে মন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতলী বাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

/বিএল/