নেত্রকোনায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

 

নেত্রকোনায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে বিজিবি (ছবি- নেত্রকোনা প্রতিনিধি)নেত্রকোনার হওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দুর্গদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে ১৫ কেজি করে চাল ও নগদ টাকা দেওয়া হয়। এছাড়াও ওই এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সহায়তায় এবং নেত্রকোনা ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় ভাটিবাংলা উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন ময়মনসিংহ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১১ ব্যটালিয়ন নেত্রকোণার অধিনায়ক লে. কর্নেল সাঈদ হোসেন, ময়মনসিংহ সেক্টরের চিকিৎসা কর্মকর্তা লে. কর্নেল মো. আব্দুর রহিম, চিকিৎসক আবু সাদাত রিজন, সুমিত কুমার, তানভীর আহম্মদ, ভাটি বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ তালুকদার, গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য কর্মীরা।

এসময় বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ বলেন, ত্রাণ প্রয়োজনের তুলনায় অনেক কম, তবু আমরা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াতে চেষ্টা করেছি। আমরা আজ এই এলাকার অন্তত এক  হাজার নারী-পুরুষকে ও শিশুকে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছি।’ এসময় বিনা পয়সায় ওষুধ দেওয়া কথা তিনি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি আগাম বন্যায় জেলার ছোট-বড় ১৩৪টি হাওরের ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত এক