সরিষাবাড়ির বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত

জামালপুরে বন্যা (ছবি: ফোকাস বাংলা)জামালপুরের সরিষাবাড়িতে তারাকান্দি-ভুয়াপুর সড়ক বাঁধের ২০ মিটার এলাকা ভেঙে  বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বুধবার মধ্যরাতে পানির  প্রবল তোড়ে বাঁধটি ভেঙে যায়। বাঁধটি রক্ষায় সেনাবাহিনীর একটি টিম কাজ করছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানান, বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টায় যমুনার পানি ১০  সেন্টিমিটার কমে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে যমুনার পানি কিছুটা হ্রাস পেয়েছে। তবে ভাটিতে  ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বকশীগঞ্জ ও জামালপুর সদরের বিস্তীর্ণ এলাকা নতুন করে বন্যাপ্লাবিত হয়েছে।জামালপুরে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

সহকারী জেলা  প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, বন্যার পানি ছড়িয়ে পড়ায়  আরও  ১৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৮টি।জামালপুরে বন্যা (ছবি: ফোকাস বাংলা)

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, সরকারিভাবে জেলায় ২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত সবমিলিয়ে জেলায় ২৩৮ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া হাতে তৈরি শুকনো রুটি ও গুড় বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

/এসএসএ/এফএস/    

আরও পড়ুন- ‘মোর জন্যে একনা খাবারের ব্যবস্থা করি দ্যাও’