নেত্রকোনায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

নেত্রকোনানেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক মামলার তালিকাভুক্ত আসামি এনাজুলকে (২৬) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ এনাজুলকে আটক করলে তার স্ত্রী লিমা আক্তার ও স্বজনরা পুলিশকে মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এনাজুলের স্ত্রীসহ ৯ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, এনাজুল উপজেলার চত্রংপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। শুক্রবার দুপুর দেড়টার দিকে কয়েকজন পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে এনাজুলকে আটক করে। এসময় এনাজুলের স্ত্রী লিমা আক্তার ও তার স্বজনরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের ওপর তারা চড়াও হয় এবং মারধর করে আটক হওয়া এনাজুলকে ছিনিয়ে নিয়ে যায়।

ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ‘এনাজুল দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে দু’টি মাদক মামলার আসামি। তাকে ধরতে আজ (শুক্রবার) অভিযান চালানো হয়। কিন্তু তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এনাজুলের স্ত্রী লিমা আক্তারসহ ৯ জনকে আটক করেছে। তবে আসামি এনাজুলকে আটক করা যায়নি।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মিজানুর রহমান।