নেত্রকোনায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

নেত্রকোনায় স্মার্ট কার্ড বিতরণ শুরুনেত্রকোনা জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ( ১ ডিসেম্বর)  নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। উদ্বোধন শেষে স্থানীয় কয়েকজন সুধী সমাজের প্রতিনিধির হাতে স্মার্ট কার্ড তুলে দেন  জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। জেলা নির্বাচন অফিসার শুক্কুর মাহমুদ এ তথ্য জানান।

শুক্কুর মাহমুদ জানান,শুক্রবার থেকে শুরু হওয়া কার্ড বিতরণ কার্যক্রম ডিসেম্বর মাসব্যাপী  চলবে। পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ভাগ করে ৫৯ হাজার ৩৫৮ জন ভোটারদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটাররা  স্মার্ট কার্ড পাবেন।  

তিনি আরও জানান, ২০০৭ সাল থেকে ২০১৬  সালের ভোটারগণ শুধু এই স্মার্ট কার্ডের সুবিধা পাবেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অধ্যাপক যতীন সরকার,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়,জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান,অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা,প্রবীন চিকিৎসক এমএ হামিদ খানসহ সরকারী- বেসরকারী কর্মকর্তারা।