জামালপুরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন ও তিনটি বগি বিদ্যাগঞ্জ রেলস্টেশনের সংযোগস্থলে লাইনচ্যুত হয়। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেনের তৎপরতায় বিকাল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও জামালপুর-ঢাকা রেলপথে চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত (ফাইল ছবি)জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা শামছুল আলম জানান, সকালে তেলবাহী ট্যাংকারটি ২৪টি বগি নিয়ে জামালপুর আসছিল। এসময় ট্যাংকারটি বিদ্যাগঞ্জ রেলস্টেশনে ঢোকার মুহূর্তে দুই লাইনের সংযোগস্থলে ইঞ্জিন ও এর তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী ট্রেন সাড়ে এগারোটার সময় দুর্ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. জহুরুল ইসলাম জানান, তেলবাহী ট্যাংকারটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর অগ্নিবীণা, তিস্তা এক্সপ্রেস ও কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে এবং দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি পিয়ারপুর স্টেশনে আটকা পরে। এছাড়াও এ পথে চলাচলকারী লোকাল ট্রেনগুলোও বিভিন্ন স্টেশনে আটকা পরে। ফলে ট্রেনে নারী শিশুসহ অসংখ্য যাত্রী চরম ভোগান্তির শিকার হয়। পরে বিকাল চারটায় ট্রেনটি উদ্ধার করার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’